এক প্রতিবেদনে এপি জানায়, শনিবার রাতে বিক্ষোভকারীরা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালালে নিরাপত্তা বাহিনীর সাথে তাদের কয়েক ঘণ্টা সংঘর্ষ হয়। পরে তাদের দমনে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছোড়ে পুলিশ।
মঙ্গলবার বৈরুত বন্দরে বিস্ফোরণে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ছয় হাজার মানুষ। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।
এ বিস্ফোরণের পর ইতিমধ্যেই চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে সাধারণ মানুষের ক্ষোভও নতুন মাত্রা পেয়েছে।
বৈরুতের গভর্নর অফিসের তথ্য অনুসারে, ছয় বছরেরও বেশি সময় ধরে বৈরুত বন্দরে অরক্ষিতভাবে সংরক্ষণ করা কয়েক হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেটে আগুন লেগে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। লেবাননের ইতিহাসে সবচেয়ে বড় বিস্ফোরণের ঘটনা এটি। এর ফলে দেশটির আর্থিক ক্ষতি হয়েছে আনুমানিক ১০ থেকে ১৫ বিলিয়ন ডলার।
এছাড়া, বিস্ফোরণে ছয় হাজারেরও বেশি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে, যার ফলে গৃহহীন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।